চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার ১৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় চাঁদপুর কর্মস্থলে যোগদান করবেন। তবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন মঙ্গলবার (১৮ নভেম্বর)।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (১৬ নভেম্বর) চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের শেষ কর্মদিবস শেষে চাঁদপুরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে ডিডিএলজি (উপ-সচিব) গোলাম জাকারিয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিয়েছেন।
জানা গেছে, নতুন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম বিষয়ক ফোকাল পার্সন, রাজশাহী জেলার গোদাগাড়ী ও চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, মো. নাজমুল ইসলাম সরকার ২৯তম বিসিএসে মেধাতালিকায় ৪৫তম হয়েছেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নিজ জেলা গাজীপুর।
প্রসঙ্গত, চাঁদপুরের বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব) কে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করে বদলী করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
১৭ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur