চাঁদপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. রবিউল হাসান আকস্মিকভাবে ফরিদগঞ্জ থানায় পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে তিনি থানায় পৌঁছে থানার বিভিন্ন শাখা, ডিউটি ব্যবস্থাপনা, তদন্ত কার্যক্রম এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামে গত ২৩ নভেম্বর গভীর রাতে সংঘটিত ডাকাতির ঘটনার স্থানও ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। তিনি দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত জনসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে অপরাধ দমন, মামলা নিষ্পত্তির মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাস দমনে আরও কঠোর তৎপরতা অব্যাহত রাখতে নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রতিবেদক: শিমুল হাছান,
২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur