Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে নবাগত ইউএনও’র সাথে শুভেচ্ছা বিনিময়
নবাগত

মতলব দক্ষিণে নবাগত ইউএনও’র সাথে শুভেচ্ছা বিনিময়

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তার( ইউএনও) সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মতলব ইমাম উলামা ঐক্য পরিষদ।

মঙ্গলবার (২ নভেম্বর) মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন কেএম ইশমাম।

তিনি যোগদান করার পর বিকেল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করতে যান মতলব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এসময় মতলব দক্ষিণ উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা কে এম ইশমামকে ফুলের তোড়া দিয়ে করে নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন মতলব উপজেলা ইমাম উলামা ঐক্য পরিষদের কর্মকর্তা বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ইমাম ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী, সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জিসান, অর্থ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম মাহমুদী, সহ দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম মিয়াজী, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা শাহপরান মিয়াজী।

শুভেচ্ছা বিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম বলেন, মতলব দক্ষিণ উপজেলায় উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের সেবা দিতে এসেছি, যতোদিন এখানে থাকবো আপনাদের সব ধরনের সেবা দিয়ে যাবো ইনশাআল্লাহ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৩ ডিসেম্বর ২০২৫