নবমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২১ ডিসেম্বর) দলটির সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিলে সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এ প্রস্তাব সমর্থন করেন সভাপতিমণ্ডলীর আরেক সদস্য পীযুষ ভট্টাচার্য। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়।
এর আগে দুপুর ১২ টা ৫৫ মিনিটে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন দলের সভাপতি শেখ হাসিনা। এর কিছুক্ষণ পরেই নেতৃত্ব নির্বাচিত করা হয়।
এদিকে সব জল্পনা কল্পনার অবসান ক্ষমতাসীন আওয়ামী লীগের যে নতুন কমিটি ঘোষণা করা হল, তাতে সভাপতি পদে শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরই পুনর্নির্বাচিত হলেন।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে তাদের নাম ঘোষণা করা হয়।
বার্তা কক্ষ, ২১ ডিসেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur