শীতের পোষাক কিনে না দেয়ায় অভিমান, নববধূর বিষপান
বাপের বাড়ি বেরাতে এসে স্বামীর সাথে অভিমান করে বিষপানে নববধূ জান্নাত আত্মহত্যা করেছে। ৬ ডিসেম্বর শনিবার বিকেলে মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট এলাকার পালোয়ান বাড়িতে ঘটনাটি ঘটে।
জানাযায়, তিন মাস পূর্বে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খোরাপাড় গ্রামের গাজী বাড়ির হানিফ গাজী (২৮) এর সাথে মুন্সিরহাট পালোয়ান বাড়ির ইমান গাজীর মেয়ে জান্নাত (২০) এর সাথে পারিবারিক ভাবে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। গত ৩ দিন পূর্বে হানিফ গাজী তার স্ত্রী জান্নাত কে নিয়ে শ্বশুড় বাড়ি বেরাতে আসে।
জান্নাত তার স্বামীর কাছে শীতের পোষাক কিনে দেয়ার জন্য বায়না করে। এ নিয়ে স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান হয়। এক পর্যায়ে হানিফ গাজী তার কাছে থাকা মোবাইল ফোন ভেঙ্গে ঘর থেকে বের হয়ে যায়। কিছু সময় পর ঘরে ফিরে দেখে জান্নাত বিষপান করে মুমূর্ষ অবস্থায় ছটফট করতে থাকে। দ্রুত জান্নাত কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষার পর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসিবুল আহসান চৌধুরী আসিব রাতে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিবুল আহসান চৌধুরী জানান, হাসপাতালে আসার পূর্বেই রোগী মারা যায়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৬ ডিসেম্বর ২০২৫