ফেনী প্রতিনিধি |
ফেনীতে নববধূর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে ইমরান (৩৫) নামের এক যুবক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
প্রতিবেশীরা জানায়, মাস খানেক আগে চতুর্থ স্ত্রী ফাহিমার সঙ্গে ঘর বাঁধেন ইমরান। বিয়ের পর থেকে পারিবারিক অশান্তিতে দিন যাচ্ছিলো তার। বৃহস্পতিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে মারধর করে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে নিজেই ঘরের দমদমার সঙ্গে রশি পেচিয়ে আত্মহত্যা করেন।
পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরান গত কয়েক বছর যাবত ফেনীতে ভ্যান গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছিলো।
ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা ইমরানের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur