কচুয়া উপজেলার এনায়েতপুর গ্রামে শনিবার (১৯ মে) দুপুরে সাইফুল ইসলাম (৩২) নামের এক যুবক বিষপান করেছে। সাইফুল ইসলাম গত ১ মাস পূর্বে একই উপজেলার শাষনপাড়া গ্রামের মৌসুমী নামের এক তরুনীর সাথে বিয়ের পিড়িতে বসে। নববধূ মৌসুমী আক্তারের হাতের মেহেদীর রং না মুছতেই তার স্বামীর বিষপানে মৃত্যু হয়। প্রাথমীকভাবে জানা যায়, সে মায়ের সাথে অভিমান করে বিষপান করে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যেও সৃস্টি হয়েছে।
রোববার স্থানীয়রা জানান, শনিবার দুপুরে উপজেলার এনায়েতপুর গ্রামের মিয়াজী বাড়ীর মৃত তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলামের সাথে তার মা খাদিজা বেগমের সাংসারিক বিষয়ে মনোমানিল্য হয়। একপর্যায়ে সে অভিমানে গৃহে থাকা বিষপান কওে বসে। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করলে ওই দিন রাতে তার মৃত্যু হয়।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur