মতলাব উত্তর উপজেলার মহিষমারি প্রাথমিক বিদ্যালয় খালের উপর সেতু, নাউরী বাজারের দক্ষিণ-পূর্ব পার্শেব বি- খালের উপর সেতু, বড় হলদিয়া খালের উপর সেতু নির্মাণ প্রকল্প শনিবার (২২ জুলাই) সকালে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি ।
৩টি ব্রীজে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে হয়। এরুপ পাঁচটি ব্রীজ নির্মিত হয়। এছাড়াও বিভিন্ন স্থানে উন্নয়নমূলক নির্মাণাধীন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রী ।
উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এমপি বলেন, জনগণের ভাগ্যোন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলস কাজ করে যাচ্ছে। দেশে যে উন্নয়নের জোয়াড় বইয়ে দিয়েছে, তা অতীতে কোন সরকার করতে পারেনি। এ উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কারণে।
মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার করণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মুক্ত হয়েছিলেন বলেই আজকের বাংলাদেশ বিশ্বের বিস্ময়। বাংলাদেশ আজ অর্থনৈতিক ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে চলেছে। দেশের এ এগিয়ে চলা সহ্য করত পারছে না একটি চক্র। এখনো সেই চক্রটি দেশবিরোধী ষড়যন্ত্র কতরে যাচ্ছে। সেজন্য দেশ প্রেমিকদের ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করতে হবে।
ত্রানমন্ত্রী মায়া চৌধুরী বলেন, দেশে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন। বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা গড়া, তা বাস্তবায়নে শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করতে একতাবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, ,স্বর্ণপদকপ্রাপ্ত মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, ছেঙ্গারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, ত্রানমন্ত্রী পিএস মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মিনহাজ উদ্দিন খান, মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, আজমল হোসেন চৌধুরী, মনজুর মোর্শেদ স্বপন, দেলোয়ার হোসেন দানেশ, মোঃ আবুল খায়ের দেওয়ান,উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারন সম্পাদক কাজী শরীফ, উপজেলা আ’লীগ নেতা মোঃ বোরহান উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান কাজী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, সদস্য সচিব অ্যাড.আক্তারুজ্জামান প্রমুখ।
প্রতিবেদক : খান মোহাম্মদ কামাল, মতলব উত্তর
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ২৯ এএম, ২৩ জুলাই ২০১৭, রোববার
এইউ