কচুয়া প্রেসক্লাবের নবনির্মিত ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব।
শনিবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরির্দশন কালে তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধতার কারনে উপজেলা পর্যায়ে এতো সুন্দর প্রেসক্লাব ভবন নির্মিত হচ্ছে। গরীব অসহায় ও অবহেলিত মানুষের পক্ষে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি আগামী সপ্তাহের মধ্যে প্রেসক্লাবের উন্নয়নে আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল,মোহাম্মদ মহিউদ্দিন,আফাজ উদ্দিন মানিক,আমির হোসেন,সাধারন সম্পাদক সুজন পোদ্দার,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur