চাঁদপুরের শাহরাস্তিতে নবজাতক শিশুদের স্বাস্থ্য পরিচর্যায় “মা” এর করণীয় বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন হরয়ছে ।
১৪ জুন সোমবার উপজেলা পরিষদ মিলনায়তন স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)এর সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)এর আওতায় শাহরাস্তি উপজেলায় ৪ দিন ব্যাপি নবজাতক শিশুদের স্বাস্থ্য পরিচর্যায় “মা” এর করণীয় বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটি সেশন পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী ।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, শাহরাস্তি শিরীন আক্তার, শাহরাস্তি উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মফিজুল ইসলাম, মো: সফি উল্লাহ, ইউডিএফ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এবং প্রশিক্ষণার্থী হিসেবে ছিলেন ২৫ জন (প্রতি ব্যাচে ২৫ জন) প্রশিক্ষণার্থীবৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন