চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পপুলার হাসপাতালের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে। । মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় নবজাতকের মৃত্যুর পর হট্টগোলের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। তারপর থেকে শিশুটি সুস্থ ছিল। কিন্তু মঙ্গলবার দুপুর থেকে শিশুর পেশার বৃদ্ধি পায়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবহেলার দৃষ্টিতে দেখেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো.ফারুক হোসেন শিশুকে রেফার বা পরামর্শও দেয়নি।
নবজাতকের বাবা মোশারফ হোসেন বলেন, ‘ তিন দিন ধরে হাসপাতালের পরিচালক ডাক্তারদের চরম অবহেলা দেখেছি। আমার সুস্থ শিশুকে তারা অবহেলার চোখে দেখে। আমি হাসপাতাল পরিচালকদের শাস্তি চাই। হাসপাতালের অবহেলায় আর কোনো শিশু যেন মৃত্যু না হয় ’
হাজীগঞ্জ থানা উপপরিদর্শক হাছান ও বেলাল আহমেদ বলেন,‘ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। নবজাতকের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ’
মনিরুজ্জামান বাবলু ,১২ ফেব্রুয়ারি ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur