সাড়ে ৭শ নদ-নদী

বাংলাদেশে ছোট-বড় রয়েছে সাড়ে ৭শ নদী। এর নাব্য ও পরিবেশ রক্ষা করতে ব্যর্থ। ব্রিটিশ আমলে আমাদের দেশে নৌ-পথের দৈর্ঘ্য ছিল ১৪ হাজার ৩৮ কি.মি।

২ হাজার কি.মি. কমে পাকিস্তান আমলে ইহার পরিমাণ ছিল ১২ হাজার কি.মি। শুকনা মৌসুমে যাহা দাঁড়ায় ৮ হাজার কি.মি.। বাংলাদেশে নদী খননের পরও প্রায় ৪ হাজার কি.মি. পৌঁছেছে। ইহাছাড়াও আমাদের ৫৭টি আন্ত:সীমান্ত নদী রয়েছে।

যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং তিনটি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন। ইহাছাড়া এ সকল নদীর অন্যান্য অববাহিকাভুক্ত দেশ হচ্ছে ভারত, নেপাল, ভুটান ও চীন।

চাঁদপুর টাইমস রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৪
এজি

Share