নদ-নদীর সংক্ষিপ্ত পরিচিতিসহ ‘নামফলক’ স্থাপনের দাবি

রাজধানীস্থ এক নাগরিক সমাবেশে বক্তারা প্রতিটি ব্রিজ-কালভার্ট ও নদী বন্দরে সংশ্লিষ্ট নদ-নদীর সংক্ষিপ্ত পরিচিতিসহ ‘নামফলক’ স্থাপনের দাবি জানিয়েছেন।

বিশ্ব ধরিত্রী দিবসে এবারের প্রতিপাদ্য- ‘পরিবেশ ও জলবায়ু বিষয়ক শিক্ষা’। শনিবার (২২ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে বিশ্ব ধরিত্রী দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বিলুপ্ত হওয়া নদ-নদীর নাম ও ইতিহাস জানাতে হবে। নামফলক থাকলে তা’থেকে এ প্রজন্ম যেমন শিক্ষা লাভ করবে তেমনি তাদের ধারণা বা গণসচেতনতা সৃষ্টির পরিধি বাড়াতে নদী,পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন বিষয়ে পাঠ্য-পুস্তকে বিষয়টি অন্তর্ভূক্ত করতে হবে।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো.আনোয়ার সাদতের সভাপতিত্বে বক্তব্য করেন সংগঠনের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, ফেডরিক মুকুল বিশ্বাস,সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড.আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সোহেল, যুগ্ম-সম্পাদক ও এ কর্মসূচির সম্বয়কারী ডা.বোরহান উদ্দিন অরণ্য,আইন বিষয়ক সম্পাদক অ্যাড.ড.ইকবাল হোসেন শেখ প্রমুখ।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৬:৫৫ পিএম,২২ এপ্রিল ২০১৭, শনিবার
এজি

Share