নদীর তীরে থাকা আছিয়ার পাশে চাঁদপুরের জেলা প্রশাসক

নদীর তীর ভাঙা এলাকার বাসিন্দা আছিয়া বেগমের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

৭ জুন সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আছিয়া বেগমকে ৬ হাজার টাকা অর্থ সহায়তা এবং একইসাথে তার ঘর মেরামতের জন্য ২ বান্ডেল টিন প্রদান করেন।

চাঁদপুরের হাইমচর উপজেলার পূর্বচরকৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা আছিয়া বেগম। স্বামী মারা গেছেন ১৫ বছর আগে। থাকা খাওয়ার কোন ব্যবস্থা নেই বললেই চলে। নদীর পাড়ে ছোট জরাজীর্ণ ঘরে বাস করেন তিনি। একমাত্র নাতিকে নিয়ে কোনমতে দিনযাপন করেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নজরে এলে সহায়তা করেন।

অসহায় বৃদ্ধা আছিয়া বেগমকে বলেন, আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ ছিল না। অনেক কষ্টে দিন পার করেছি। জেলা প্রশাসক আমাকে যে সাহায্য করেছে, আমি অনেক খুশি হয়েছি।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে বলেন, ঘটনাটি জানতে পারার সাথে সাথে আছিয়া বেগমকে সহায়তা করেছি। আমাদের চেষ্টা করছি, যাতে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। আমাদের সরকারি নিয়মানুসারে আমরা কাজ করার চেষ্টা করছি।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,৭ জুন ২০২১

Share