চাঁদপুরে পুলিশ ভেবে ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু 

চাঁদপুরে ডাকাতিয়ার পাড়ে দুই যুবক মাদক সেবনের সময় টর্চ লাইটের আলো দেখে পুলিশ উপস্থিতি মনে করে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দেয়। তার মধ্যে একজন নিখোঁজ থাকলে সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত ওই যুবকের নাম রুবেল হোসেন (১৯)।

মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে পুরান বাজারের কয়লাঘাট মা ডকইয়ার্ডের সামনে ডাকাতিয়া নদীতে পুরান বাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত রুবেল পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে। সে একজন অটোচালক ছিল।

পুলিশ জানায়, সোমবার মধ্য রাতে ৫নং ঘাটে তারা দুজন বসে মাদক সেবন করছিল। জনৈক ব্যক্তি নদীর পাড়ে লাইট মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেয়। এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে গেলেও তার বন্ধুরা নদী থেকে তীরে উঠে আসে।

পুরান বাজার ফায়ার সার্ভিসের ফায়ার লিডার সিদ্দিকুর রহমান জানান, দীর্ঘ ২ ঘন্টা ১৫ মিনিট উদ্ধার অভিযান পরিচালনা করে নিহত রুবেলের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ নেই।

প্রতিবেদকঃ শরীফুল ইসলাম 

Share