বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র চাঁদপুরের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালা সম্পন্ন হয়েছে।
সোমবার ২৭ জুন সকাল থেকে মৎস্য গবেষণা ইনস্টিটিউট সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.ইয়াহিয়া মাহমুদ।
চাঁদপুরের খ্যাতিমান তিন কলেজের শিক্ষকদের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়
মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্র চাঁদপুরের কেন্দ্র প্রধান ড.খোন্দকার রশীদুল হাসানের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক এম.এ.মজিদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো. জুলফিকার আলী, চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস ছাত্তার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা রোমানা ইয়াসমিন।
কর্মশালাকে ২টি সেশনে ভাগ করা হয়। প্রথম সেশনে গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়নের ওপর ডকুমেন্টারি উপস্থাপন করেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মোজাম্মেল হক, রুমানা ইয়াসমিন,বি.এম.শাহিনুর রহমান, ফ্লোরা,বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আবু কাউছার দিদার,মিজবাবুল আলম ও রুবিনা আক্তার লিমা।
২য় সেশনে গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রকল্প প্রস্তাবনা প্রণয়নের ওপর ডকুমেন্টারি উপস্থাপন করেন সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দিন,মো.মঞ্জুরুল হাসান, তায়েফা আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মো.খালেদ রহমান,মো.রহমত উল্লাহ,আবু বকর সিদ্দিক,ফারহানা ইয়াসমিন প্রমুখ।
২৮ জুন ২০২২
এজি