চাঁদপুরের হাজীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে ডুবরির দল।
নিহত যুবক হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের দাইমুদ্দিনের ছেলে আ.করিম (২৪)।
সরেজমিনে জানা যায়, ২৭ মে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় যুবক আ. করিম।
বিষয়টি লক্ষ করে খেয়াঘাটের মাঝি আ. মজিব। এ সময় তার পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা প্রাথমিক ভাবে নদীর দুই পাশে করিমকে খোজাঁখুজি শুরু করে।
খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাশাপাশি চাঁদপুর ডুবরির দল নদীতে উদ্ধার কাজ চালায়। প্রায় ২ ঘন্টা ধরে চেষ্টার পর বিকাল ৫ টার দিকে আ. করিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ডুবরির দল।
স্থানীয়দের ধারনা নদীর জোয়ারে পানিতে ডুব দিতে গিয়ে যুবক কূলে উঠতে পারেনি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান পৌর প্যানেল মেয়র আজাদ হোসেনসহ বিভিন্ন শ্রেনীর মানুষ।
পুরো উদ্ধার কাজ চলমান অবস্থায় নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ করা যায়।
এদিকে নিহত যুবক আ. করিমের টোরাগড় দক্ষিণ পাড়ায় শোকের মাতন দেখা যায়।
প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়, ২৭ মে ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur