চাঁদপুরে আরো ৭জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, শাহরাস্তি ১জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন।
২৯ মে শুক্রবার বিকেলে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
এ নিয়ে জেলায় মোট কেরোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৬জন। এর মধ্যে মৃত ১৩জন, সুস্থ হয়েছেন ৩৪জন। চিকিৎসাধীন ১১৯জন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, চাঁদপুর সদরে নতুন করে আক্রান্তরা হলেন- শহরের কোড়ালিয়া এলাকার এক যুবক (৪০), পুরাণবাজারের জাফরাবাদ এলাকার এক যুবক (৩২), মমিনপাড়া এলাকার এক যুবক (৪৪), বাবুরহাট সংলগ্ন শিলন্দিয়া এলাকার এক যুবক (৩৩) ও রামপুর ইউনিয়নের কামরাঙ্গা গ্রামের এক ব্যক্তি (৫০)।
আক্রান্ত অন্য দু’জন হলেন হাজীগঞ্জের রাজারগাঁও এলাকার এক ব্যক্তি (৫৩) ও শাহরাস্তি উপজেলার বেরনাইয়া গ্রামের এক ব্যক্তি।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার মোট ৩৬টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো করোনা নেগেটিভ।
করেসপন্ডেট,২৯ মে ২০২০