চাঁদপুর

নতুন ৫ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৩৬

চাঁদপুরে শুক্রবার আরো ৫জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে মতলব দক্ষিণের ৪জন ও চাঁদপুর সদরের ১জন। চাঁদপুরে সাম্প্রতিক সময়ে একদিনে সবচেয়ে কম করোনা টেস্টের রিপোর্ট প্রাপ্তি ও সবচেয়ে কম শনাক্তের ঘটনা এটি।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩৬জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৬জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, ১০ জুলাই শুক্রবার ১১টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ৬টি নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১২৩৬জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৪৮২জন, মতলব দক্ষিণে ১৪৭জন, ফরিদগঞ্জে ১৪৪জন, শাহরাস্তিতে ১২৮জন, হাজীগঞ্জে ১১৭জন, হাইমচরে ৯০জন, মতলব উত্তরে ৭৭জন ও কচুয়ায় ৫১জন।

জেলায় মোট ৬৬জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৯জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, মতলব উত্তরে ৮জন, কচুয়ায় ৫জন, শাহরাস্তিতে ৫জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আরো জানান, শুক্রবার পর্যন্ত চাঁদপুর থেকে মোট নমুনার পাঠানো হয়েছে ৫৩৪৭টি। রিপোর্ট এসেছে ৫১২২টি। রিপোর্ট অপেক্ষমান ২২৫টি।

তিনি আরো জানান, জেলায় আক্রান্ত ১২৩৬জনের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৬৬৯জন। চিকিৎসাধীন আছেন ৫০১জন।

এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৪৩৮জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৮৫জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৫৩জন। এছাড়া জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৮২০৫জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৯৪৭জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২২৫৮জন।

করেসপন্ডেট,১০ জুলাই ২০২০

Share