নতুন সাহিত্য সংগঠন ‘ফরিদগঞ্জ সাহিত্য সংসদ’ এর যাত্রা শুরু
ফরিদগঞ্জে যাত্রা শুরু করলো নতুন সাহিত্য সংগঠন ‘ফরিদগঞ্জ সাহিত্য সংসদ’। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে স্থানীয় সাহিত্যকর্মীদের এক সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।
সভায় সংগঠনের অভিষেক অনুষ্ঠান ও পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সংবাদকর্মী ও সাহিত্য-সাংস্কৃতিক কর্মী শামীম হাসান-কে আহ্বায়ক এবং সাহিত্যকর্মী মোস্তাফিজুর রহমান-কে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক : ইয়াছিন দেওয়ান, খলিলুর রহমান, সদস্য : সাহেদ বিন তাহের, তানজিল হৃদয়, অনিক আহমেদ৷
সভায় উপস্থিত ছিলেন সাহিত্যকর্মী মুহাম্মদ আলো, মুহাম্মদ মাছুম বিল্লাহ, সোহাগ খান, মুহাম্মদ শাহিন, মো. নাঈম, নীলপত্র পাটওয়ারী প্রমুখ।
নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৯০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করে দায়িত্ব হস্তান্তর করবে।
উল্লেখ্য, সাহিত্যকর্মী ইয়াছিন দেওয়ান ও সাহেদ বিন তাহের-এর উদ্যোগে নতুন এ সাহিত্য সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
প্রেস বিজ্ঞপ্তি/ ১৯ আগস্ট ২০২৫