শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমে বিজ্ঞান ও প্রযুক্তিকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। তথ্য-প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বৈষম্যের দেয়াল ভেঙ্গে ফেলা সম্ভব। আমাদের নতুন প্রজন্ম প্রযুক্তিকে মূল হাতিয়ার হিসেবে গ্রহণ করছে। তারা এখন নিজের দেশসহ বৈশ্বিক উন্নয়ন করতে বদ্ধ পরিকর।
২০ নভেম্বর রোববার সকালে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশে শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে। তারুণ্যের অন্যতম শক্তিই হচ্ছে প্রযুক্তি। তবে প্রযুক্তির প্রসারের ক্ষেত্রে যেন গ্রাম ও শহরের মধ্যে কোন বৈষম্য না থাকে, সেদিকে দৃষ্টি দিতে হবে।
ডা. দীপু মনি বলেন, আমরা যেন প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে ডিভাইসের পণ্য না হয়ে যাই, সেদিকে খেয়াল রেখতে হবে। পাশাপাশি প্রযুক্তির খারাপ দিক পরিহার করতে হবে। এ ব্যাপারে শিক্ষার্থীদের সব থেকে সচেতন ও সতর্ক করতে হবে। আর আমাদেরও একই খেয়াল থাকতে হবে।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভা মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, পুরানবাজার কলেজে অধ্যক্ষ রতন কুমার মজুমদার। এর আগে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়।
মেলায় মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা, শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের উপর ৪টি প্যাভিলিয়ন ক্যাটাগরি ভিত্তিক ৭০টি স্টল স্থান পেয়েছে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২০ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur