১৪ জুন রোববার চাঁদপুর জেলায় নতুন করে করোনা শনাক্তের খবর না আসলেও জেলায় করোনায় আক্রান্তে মৃতের সংখ্যা দু’জন বেড়েছে। তারা হলেন- হাজীগঞ্জ উপজেলা মকিমাবাদ এলাকার আঃ মান্নান (৮৫) ও চাঁদপুর শহরের ওয়াপদা গেইট এলাকার আবুল হোসেন (৬২)। তাদের রিপোর্ট আগে আসলেও মৃতের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় করোনার উপসর্গে আরো ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩ জন ও হাজীগঞ্জের ৩ জন রয়েছেন। শনিবার দিবাগত রাত থেকে ১৪ জুন রোববার
সকাল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
চাঁদপুর সদর উপজেলায় মৃতরা হলেন- শহরের চিত্রলেখা মোড় এলাকার মজিবুর রহমান (৬৫), বালিয়া ইউনিয়নের চাপিলা গ্রামের বিল্লাল শেখ (৪২) ও কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের আঃ রশিদ আখন্দ (৭০)।
এর মধ্যে বিল্লাল শেখ ঢাকায় থাকতেন। গত ক’দিন আগে ঢাকা থেকে জ্বর নিয়ে নিজ গ্রাম চাপিলায় আসেন। তিনি তার উপসর্গ সম্পর্কে কাউকে কিছু বলেননি। শনিবার দিবাগত রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার নমুনা সংগ্রহের প্রস্তুতি চলছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
এছাড়া শহরের চিত্রলেখা এলাকার মজিবুর রহমান ভোর ৫টার দিকে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হবে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। তাকে বিশেষ ব্যবস্থায় দাফনও করা হবে।
এছাড়া কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামের আঃ রশিদ আখন্দ গত ৫/৬ দিন জ্বরে ভুগছিলেন। গতরাত দেড়টার দিকে তিনি মারা যান। সকালে বিশেষ ব্যবস্থায় তার দাফন করা হয়। তবে নমুনা সংগ্রহ করা যায়নি।
হাজীগঞ্জ থেকে চাঁদপুর টাইমসের স্টাফ করেসপন্ডেন্ট জহিরুল ইসলাম জয় জানান, হাজীগঞ্জ পৌরসভার বলাখালের সিদ্দিকুর রহমান (৬৫) আজ রোববার সকালে, ধোয়াগন্ডা গ্রামের মিজানুর রহমান (৮৯) শনিবার দিবাগত রাত দুইটায় ও ধেররা চৌধুরী বাড়ির শাহ আলম চৌধুরী (৭৫) দিবাগত রাত তিনটায় নিজ বাড়িতে মারা যান। এর মধ্যে সিদ্দিকুর রহমানের ছেলে নুরুল আমিনও তিন দিন আগে করোনার উপসর্গ নিয়ে মারা যান।
বার্তা কক্ষ, ১৪ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur