নতুন মুখ আর বড় চমক দিয়ে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা। আগামী মাসেই উইন্ডিজে উড়াল দিবে বাংলাদেশ দল। সেই সিরিজে প্রথমেই টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সেই দলে জায়গা পাননি কাটার মাস্টার মোস্তাফিজ, সাব্বির রহমান রুম্মন এবং তাসকিন আহমেদ।
বাজে ফর্ম করেই জায়গা পেয়ে গেলেন আলোচিত পেসার রুবেল হোসেন। ১৫ সদস্যের টেস্ট দলে নতুন মুখ আবু জায়েদ চৌধুরী রাহী। এর আগে টে-টোয়েন্টি খেলেছেন বিপিএলে দুর্দান্ত খেলা এই পেসার। আফগানিস্তানের বিপক্ষে বিপর্যকর সিরিজেও ভালো বোলিং করেছিলেন রাহী। তারই পুরস্কার পেলেন তিনি, টেস্ট দলে ডাক পেয়ে। দলে ফেরানো হয়েছে পেসার কামরুল ইসলাম রাব্বী এবং শফিউল ইসলামকেও।
রুবেল হোসেনের সঙ্গে আবু জায়েদ রাহী, কামরুল ইসলাম রাব্বি এবং শফিউল ইসলাম- এই চারজনকে দিয়ে সাজানো হয়েছে পেস ডিপার্টমেন্ট। স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন তাইজুল ইসলাম মেহেদী হাসান মিরাজ। আর এই টেস্টেই দলে সুযোগ পেয়েছেন নাজমুল শান্ত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত এবং শফিউল ইসলাম।
স্ট্যান্ডবাই : ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মোস্তাফিজুর রহমান।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur