আমাদের দেশের অনেক এলকায় প্রচলিত অসংখ্য হারাম ও নাযায়েজ প্রথার মধ্যে একটি হলো যে, নতুন স্ত্রীকে বরের দুলাভাই কোলে করে ঘরে তুলতে হবে।
এটি একটি মারাত্মক হারাম প্রথা। ইসলামী শরীয়াতে যেখানে দুলাভাইয়ের সাথে দেখা-সাক্ষাৎ করা হারাম ও নিষিদ্ধ করা হয়েছে; সেখানে কোলে তুলে ঘরে নেওয়া আরো মারাত্মক অন্যায় ও পাপের কাজ।
ইসলামী শরীয়াতে এ ধরণের কু প্রথা সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। তাছাড়া এরুপ হারাম কাজের কারণে আল্লাহর অসন্তুষ্টি নিয়ে যে দাম্পত্য জীবনের সূচনা ঘটে তাতে আল্লাহ তায়ালার রহমত লাভ করা কঠিন। তাই আমাদেরকে এহেন কু প্রথা থেকে দূরে থাকতে হবে।
মুফতি মনিরুল ইসলাম
লেখক : শিক্ষা সচিব, জামেয়া মাদানিয়া, বটতলা মাদরাসা, বরিশাল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur