চাঁদপুরে ৪দিনব্যাপী একুশে বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ
মহান ভাষা আন্দলন ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে ৪ দিন ব্যাপী ‘একুশে বই মেলা’র উদ্বোধন হয়েছে।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিতা কেটে মেলার উদ্বোন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই আমাদের নিত্য দিনের সঙ্গী। বই মানুষের মনের ক্ষুধা নিবারণ করে। আমাদের হাজার বছরের ইতিহাস জানা এবং নতুন প্রজন্মের স্মৃতি বিকাশে বইয়ের গুরুত্ব অপরিসীম।
বই মেলা কমিটির আহ্বায়ক কাজী শাহাদাতের সভাপতিত্বে ও সদস্য সচিব শহীদ পাটওয়ারীর পরিচালানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা শিল্পাকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ্ মো. আব্দুল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া একুশের বইমেলা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার পৃষ্ঠপোষকতায় এবার স্থানীয় লাইব্রেরীগুলো অংশগ্রহণ করে। মেলা উপলক্ষে শহীদ মিনারে প্রতিদিন কবিতা আবৃত্তি, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চাঁদপুর থেকে প্রকাশিত ছোট কাগজের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট, চাঁদপুর টাইমস
|| আপডেট: ১০:২৫ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur