Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় এগিয়ে আসতে হবে: পরকিল্পনা প্রতিমন্ত্রী
প্রজন্মকে

নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় এগিয়ে আসতে হবে: পরকিল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার বিজ্ঞানচর্চার মাধ্যমে বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং বিজ্ঞানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ মেলার আয়োজন সেরকমই একটি উদ্যোগ নতুন প্রজন্মের এরাই বিজ্ঞানচর্চা করে বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এ দেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে।

রোববার (২ জানুয়ারি ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সরকারের আমলে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তির উন্নয়নে যে মহাকর্মযজ্ঞ চলছে তার সুফল পেতে হলে নবপ্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চায় এগিয়ে আসতে হবে। নবীন ও তরুণেরাই বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। উদ্বোধন শেষে মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় ৪২ স্টল অংশগ্রহণ করে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ২০৪১ সালে উন্নত দেশ হব, সেই পরিকল্পনাও করা আছে। সে অনুসারে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ হত দারিদ্রমুক্ত দেশ হবে। একই সময়ের মধ্যে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশ হব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেশ থাকলে দ্রুত এগিয়ে যাবে এবং আমাদের লক্ষ অর্জিত হবে। ২০৪১ সালে আমাদের মাথাপিছু আয় হবে ১৬হাজার ৫শ’ মার্কিন ডলার।

বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দ-মুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে‘স্মার্টফোনের আসক্তি – পড়াশোনায় ক্ষয়ক্ষতি’এই প্রতিতপাদ্যকে সামনে নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১দিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, এএসপি মতলব সার্কেল ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কউয়ুম খান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও ইউনিয়নের চেয়ারম্যান সহ রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের উদ্ভাবিত বিভিন্ন যন্ত্র প্রদর্শনের জন্য ৪৩টি স্টল খুলেছে।

নিজস্ব প্রতিবেদক