Home / চাঁদপুর / নতুন নির্দেশনা অনুযায়ী চাঁদপুরে টিকা প্রদান করবে
DC
চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

নতুন নির্দেশনা অনুযায়ী চাঁদপুরে টিকা প্রদান করবে

করোনা টিকা প্রদানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নতুন নির্দেশনা দিয়েছেন। তিনি ৮ ফেব্রুয়ারি সোমবার মৌখিকভাবে নতুন এ নির্দেশনা দেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ৪০ ঊর্ধ্ব বয়সী সকল ব্যক্তি ও টিকা গ্রহণকারী ব্যক্তির পরিবারসহ যেনো করোনার টিকা গ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

এ বিষয়ে চাঁদপুরের সিভিল সার্জন মো.সাখাওয়াত উল্লাহ বলেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর মৌখিক নির্দেশনার সংবাদ পেয়েছি। ৯ ফেব্রুয়ারি আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে মিটিং হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী চাঁদপুরে টিকা প্রদান করা হবে। আশা করি,চাঁদপুরেও ৪০ ঊর্ধ্ব বয়সীরা করোনার টিকা গ্রহণ করতে পারবেন।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি রোববার চাঁদপুরসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকা প্রদান। অগ্রাধিকার ভিত্তিতে কয়েকটি ক্যাটাগরিতে এ টিকা দেয়া হচ্ছে। চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি ১৫৪ জন ও ৮ ফেব্রুয়ারি ৩৮৬ জন করোনা প্রতিরোধের টিকা গ্রহণ করেছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে ।

করেসপন্ডেন্ট , ৯ ফেব্রুয়ারি ২০২১
এজি