Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / নতুন দু’মামলায় ফেঁসে যাচ্ছেন বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী
Motlob Dokkhin
প্রতীকী

নতুন দু’মামলায় ফেঁসে যাচ্ছেন বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী

পুরনো মামলার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই নতুন আরো দু’মামলার জালে আটকে পড়েছে মতলব দক্ষিণের বিএনপি-জামায়াত। আগামি নির্বাচনকে সামনে রেখে সরকারের পক্ষ হয়ে পুলিশ এ মামলা দায়ের করেছে বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি।

৫ ও ১০ সেপ্টেম্বর পুলিশ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় বিস্ফোরক আইনে মামলা দু’টি করা হয়। দু’টি মামলায় অজ্ঞাতনামা এগার শতাধিক আসামী করা হয়েছে। মামলায় এজহারে কোনো আসামির নাম না থাকায় উপজেলার পর্যায়ের সকল বিএপি-জামায়াতের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন।

থানা সূত্রে জানায়, এসআই বেলায়েত হোসেন ও এসআই চৌধুরী আলম বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। পুলিশ বাদী হয়ে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, ৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা সদরের মতলব বাজার কাঠ বাজার এলাকায় ইসলামী ব্যাংকের দক্ষিণ পাশের বালুর মাঠে এবং ১০ সেপ্টেম্বর সকাল ১০ টায় উত্তর বাইশপুর এলাকায় বিএনপি-জামায়েত ইসলামী নেতাকর্মী ও সমর্থকেরা একত্রিত হয়ে ভাংচুর-নাশকতা ও সরকার বিরোধী গোপন বৈঠক করেছিল। পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ককটেল বিস্ফোরক দ্রব্যসহ দেশিয় অস্ত্র উদ্ধার করে।

উপজেলা বিএনপি সভাপতি এমদাদ হোসেন খান বলেন, ‘বিগত দু’বছরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৭ টি মামলা করা হয়েছে। ওই মামলায় ১শ’২৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়ে জামিনে বেরিয়ে আসেন। আগামি দিনের আন্দোলন সংগ্রামসহ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদেরকে মাঠশূন্য করে নির্বাচনে প্রভাবিত করার জন্যে এ মামলা।’

মতলব পৌর বিএনপি’র সভাপতি শোয়েব আহম্মেদ সরকার বলেন , ‘ নাশকতা বা আতঙ্ক সৃষ্টি এবং গোপন বৈঠকের কোনো ঘটনাই ঘটেনি। বিষয়টি অবান্তর। তার দলের নেতাকর্মীরাও বিষয়টি অবগত নন। এ ধরণের মামলার কথা শুনে আমি বিষ্মিত। ’

থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল বলেন, ‘নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দু’টি করা হয়। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’

স্টাফ করেসপন্ডেন্ট, মতলব

Leave a Reply