জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছেন ছাত্ররা। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হলেন আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান।
শিক্ষা, ঐক্য, মুক্তি এ তিন মূলনীতিকে ধারণ করে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে আরও রয়েছেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্য-সচিব রিফাত রশীদ,মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। আর সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন।
বুধবার বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে। এতে নতুন ছাত্রসংগঠনের নাম ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় ও ঢাবির কমিটি ঘোষণা করা হয়।
ঢাবি কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল কাদের ও সদস্য সচিব হয়েছেন মহির আলম। ঢাবি কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার ও মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। ঢাবি কমিটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হৃদি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার।
এর আগে, হত ১৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সংগঠনটির স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।
২৬ ফেব্রুয়ারি ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur