সদর উপজেলার পারকুখরালি গ্রামে জুলি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী।
রোববার (৮ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ। রাজ্জাক পারকুখরালি গ্রামের বাসিন্দা। ওই দম্পতির একটি সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, যৌতুকের দাবিতে স্বামী আবুদর রাজ্জাক তার স্ত্রীকে প্রায়ই মারধর করতো। এরই জের ধরে গত রাতে পাষণ্ড স্বামী ঘরের ভেতর উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সে প্রচার করে তার স্ত্রীর স্ট্রোক করেছে। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামীকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকার করেছে রাজ্জাক।
মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১ : ১০ পিএম, ০৮ অক্টোবর, ২০১৭ রোববার
এইউ