চাঁদপুরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বিজয় মেলা মঞ্চে ও সম্প্রীতির বন্ধন অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় সভাপ্রদানের বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এম আর ইসলাম বাবু, সাংবাদিক শেখ আল মামুন, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সহ সভাপতি ইয়াকুব বিন সায়েদ লিটন, গীতিকার ও লেখক কবির হোসেন মিজি, গ্লোবাল টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি সুজন আহমেদ, কবি ও লেখক রফিকুজ্জামান রণি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, কণ্ঠশিল্পী বীরেন সাহা, সংগঠনের সাধারণ সম্পাদক মানসুরা আক্তার কাজল, সদস্য শারমিন আক্তার, নৃত্য প্রশিক্ষক ফারাবী রহমান জুয়েল, তানভীরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রতিবেদক: কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur