চাঁদপুরের স্বনামধন্য নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান পরবর্তী পুনঃমিলনীতে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটা ইউরোএশিয়া রেষ্টুরেন্টে এন্ড কনভেশন হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখের, প্রিমিয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ মোবারক হোসেন চৌধুরী।
মেহেদী উৎসব উদযাপন পরিষদ কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হক কমল এর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. আবুল কালাম সরকার ও স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি বৃহত্তর কুমিল্লা সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা অ্যাড. আব্বাস উদ্দিন, বাংলাদেশ সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক ও চাঁদপুর চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ জসিম উদ্দিন শেখ, অ্যাড. ফেরদৌস শাহিন…. সাবেক জাতীয় ফুটবলার মোঃ জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, ও সিনিয়ে অ্যাড. সেলিম আহমেদ চৌধুরী।
এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, চিত্রশিল্পী ও সাংবাদিক অভিজিত রায়,
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদিকা মানসুরা আক্তার কাজল, সহ-সভাপতি ইয়াকুব বিন সায়েদ লিটন, নৃত্য পরিচালক কাজী শাকিল ও কায়সার আহমেদ রুপুসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্ল্যখ্যে : গত ২১ ডিসেম্বর চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১১ তম ‘মেহেদী উৎসব ২০২৪। আর সেই মেহেদী উৎসব অনুষ্ঠান উদযাপন পরবর্তী পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক,২২ জানুয়ারি ২০২৫