হাইমচর

হাইমচরে নতুন করে ৩ জনসহ ৮৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুরের হাইমচরে উপজেলায় নতুন করে ৩ জনের করোনা নমুনা পরিক্ষায় পজিটিভ এসেছে। আজ মঙ্গলবার হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায় ১১ জনের রিপোর্ট আসলে এদের মধ্যে নতুন ৩ জন ও পুরাতন ২জনের পজিটিভ এবং৬ জনের নেগেটিভ রিপোর্ট আসছে। হাইমচর নতুন ৩ জন্য সহজ আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪ জনে দাড়িয়েছে।

এদিকে চাঁদপুর জেলায় আরও ৪২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ১৪ জুলােই মঙ্গলবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৭জন, ফরিদগঞ্জের ১৩জন, মতলব দক্ষিণের ৭জন, মতলব উত্তরে ২জন, হাইমচরের ৩জন, হাজীগঞ্জের ৩জন, শাহরাস্তির ৭জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৬৬জন। সূত্র জানায় মঙ্গলবার ৭০টি রিপোর্ট আসে। এর মধ্যে ৪২টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকী ২৮টি নেগেটিভ।

প্রতিবেদক : বিএম ইসমাইল, ১৪ জুলাই ২০২০

Share