চাঁদপুর জেলার হাইমচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ নাজমুল হাসান। নারায়াণগঞ্জ জেলায় জন্ম নেওয়া পুলিশে যোগদান করে পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি শরীয়তপুর জেলার নরিয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
নতুন ওসিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা—তিনি দায়িত্বশীল, ন্যায়নিষ্ঠ ও জনবান্ধব পুলিশিং-এর মাধ্যমে হাইমচর বাসীকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার মতো অপরাধ থেকে মুক্ত রাখবেন। সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করবেন বলেও আশা করেন স্থানীয়রা।
স্থানীয় সুধীজনদের ভাষ্য, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে ওসি মোহাম্মদ নাজমুল হাসান থানার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবেন। এতে এলাকার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।
দায়িত্ব গ্রহণের পর ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, হাইমচর থানাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন—এলাকাবাসীর সেই সহায়তাই আমি কামনা করছি।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
১০ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur