Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর থানায় নতুন ওসি যোগদান
ওসি

হাইমচর থানায় নতুন ওসি যোগদান

চাঁদপুর জেলার হাইমচর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ নাজমুল হাসান। নারায়াণগঞ্জ জেলায় জন্ম নেওয়া পুলিশে যোগদান করে পেশাগত অভিজ্ঞতায় তিনি বিভিন্ন থানা ও ইউনিটে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি শরীয়তপুর জেলার নরিয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

নতুন ওসিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা—তিনি দায়িত্বশীল, ন্যায়নিষ্ঠ ও জনবান্ধব পুলিশিং-এর মাধ্যমে হাইমচর বাসীকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার মতো অপরাধ থেকে মুক্ত রাখবেন। সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করবেন বলেও আশা করেন স্থানীয়রা।

স্থানীয় সুধীজনদের ভাষ্য, দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে ওসি মোহাম্মদ নাজমুল হাসান থানার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবেন। এতে এলাকার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে।

দায়িত্ব গ্রহণের পর ওসি মোহাম্মদ নাজমুল হাসান বলেন, হাইমচর থানাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ামুক্ত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন—এলাকাবাসীর সেই সহায়তাই আমি কামনা করছি।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
১০ ডিসেম্বর ২০২৫