Home / উপজেলা সংবাদ / কচুয়া থানায় নতুন ওসি যোগদান
ওসি
ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন

কচুয়া থানায় নতুন ওসি যোগদান

চাঁদপুরের কচুয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ বোরহান উদ্দিন যোগদান করেছেন। বিদায়ী ওসি মো: আজিজুল ইসলামের বদলি জনিত কারনে তিনি কচুয়ায় এ পদে যোগদান করেন। এর আগে শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। রবিবার রাতে তিনি কচুয়া থানার নতুন এ কর্মস্থলে যোগদান করেছেন।

মাদারীপুর জেলার বাসিন্দা মোহাম্মদ বোরহান উদ্দিন সর্বপ্রথম ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে মাদারীপুর জেলায় যোগদান করেন। পরবর্তীতে তিনি মাদারীপুর, শরিয়তপুরসহ বেশকিছু স্থানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

এদিকে নয়া এ কর্মস্থল কচুয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপজেলা প্রশাসন, দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ ডিসেম্বর ২০২৫