Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলায় নতুন ইউএনও
সচিব

কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলায় নতুন ইউএনও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসকের (ডিসি) পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদল আনলো সরকার।

বুধবার (২৬ নভেম্বর) প্রথম ধাপে চাঁদপুরের দুইটিসহ ১৬৬ উপজেলায় সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নতুন ইউএনও নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ইউএনওদের নিয়োগ দেওয়া হয়েছে।

চাঁদপুরের কচুয়া উপজেলায় মাহমুদুল হাসান রাসেল এবং মতলব দক্ষিণ উপজেলায় কে.এম. ইশমাম নিয়োগ দেওয়া হয়েছে।

কচুয়ার নবাগত ইউএনও মাহমুদুল হাসান রাসেল ছিলেন সহকারী প্রকল্প পলিচালক, বিশ্বব্যাংক সাহায্য পুষ্ট সেন্ট্রাল কো-অর্ডিনেশন ইউনিট অব দ্যা প্রাইভেট ইনভেস্টমেন্ট এন্ড ডিজিটাল অন্ট্রাপ্রানরশীপ প্রজেক্ট(সিপিউ-প্রাইভ) এবং মতলব দক্ষিণ নবাগত ইউএনও কে.এম. ইশমাম সহকারী পরিচালক, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নিয়োজিত ছিলেন।

ঢাকা বিভাগের ২৯ উপজেলায়, বরিশাল বিভাগের ২১ উপজেলায়, চট্টগ্রাম বিভাগের ২৯ উপজেলায়, খুলনা বিভাগের ২১ উপজেলায়, রংপুর বিভাগের ২৪ উপজেলায়, রাজশাহী বিভাগের ১৩ উপজেলায়, সিলেট বিভাগের ১৪ উপজেলায় এবং ময়মনসিংহ বিভাগের ১৫ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

চাঁদপুর টাইমস ডেস্ক/
২৬ নভেম্বর ২০২৫