চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ততম সড়ক নতুনবাজার-পুরানবাজার সংযোগ সেতুর নিচে দিয়ে যাওয়া রাস্তা বর্তমানে ময়লার স্তূপে রূপ নিয়েছে। প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন এই সড়ক ব্যবহার করলেও পরিচ্ছন্নতার তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এতে করে এলাকাবাসী ও পথচারীদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। রাস্তায় পচা-গন্ধযুক্ত বর্জ্য, প্লাস্টিক, বাজারের উচ্ছিষ্ট ও অন্যান্য আবর্জনার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে। এমনকি বৃষ্টির দিনে ময়লা পানির সাথে মিশে রাস্তায় স্লিপ হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
একজন পথচারী বলেন, “প্রতিদিন এই রাস্তা দিয়ে যেতে গিয়ে বমি আসে, ময়লার গন্ধে দম বন্ধ হয়ে আসে। শহরের এতো গুরুত্বপূর্ণ একটি রোডের এমন অবস্থা মানা যায় না।”
এলাকাবাসী ও সচেতন নাগরিকরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে চাঁদপুর পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের চলাচলের রাস্তাটি সচল ও ময়লা-দূষণমুক্ত করবে।
পরিচ্ছন্ন ও বাসযোগ্য চাঁদপুর গড়তে হলে এমন গুরুত্বপূর্ণ স্থানে ময়লার স্তূপ থাকা কোনোভাবেই কাম্য নয় — এমনটাই মত জনসাধারণের।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৬ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur