ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজে এইচএসসি লিখিত ভর্তি পরীক্ষায় চান্স পেলো মেধাবী ছাত্র মো. নেহাল আহমেদ ভূঁইয়া।
নেহাল আহমেদ চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোন্ডেন জিপিএ-৫ পেয়েছে। এর আগে সে পিইসিতে ট্যালেন্টপুলে বৃত্তি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তি পেয়েছে। তার গর্বিত বাবা মো. শহীদুল ইসলাম ভূঁইয়া ও মা শাহীনা আক্তার ছেলের সাফল্যে আনন্দিত এবং ভবিষ্যতে ছেলে একজন দেশসেরা ডাক্তার হয়ে সাধারন মানুষের সেবা করবে এ প্রত্যাশায় সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
এদিকে কচুয়ার মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নেহাল আহমেদ ভূঁইয়া নটরডেম কলেজে এইচএসসি ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ায় তাকে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি রাজীব আহমেদ রাজু ও প্রধান শিক্ষক মো. মামুন অর রশিদসহ অন্যান্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু, ২৩ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur