চাঁদপুরে ই-কমার্স সেবায় এগিয়ে আসতে তরুণ উদ্যোক্তা ইসমাইল খান ইমতিয়াজ গেলো বছর প্রতিষ্ঠা করেন নগদবাজার ডটকম নামে অনলাইন শপ। এখানে মিলছে কাঁচাবাজার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রথমদিকে লাভের মুখ না দেখলেও এখন জমে উঠেছে ব্যবসা। তিনি ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ থেকে প্রশিক্ষণ নিয়ে নগদবাজার শুরু করেন। ১১ ডিসেম্বর শুক্রবার ছিলো নগদবাজারডটকমের প্রথম বর্ষপূর্তি।
সকালে চাঁদপুর শহরস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ ১২ ডিসেম্বর শনিবার সারাদিন নগদবাজারডটকমের ওয়েবসাইট থেকে পাঁচশ’ টাকার কেনাকাটায় একশ’ টাকা ডিসকাউন্ট অফার চলছে।
নগদবাজারের স্বত্বাধিকারী ইসমাইল খান ইমতিয়াজ বলেন, চাঁদপুরে ই-কমার্স সেবার অভাব বোধ থেকে নগদবাজার প্রতিষ্ঠা করি। করোনা মহামারি শুরুর দিকে মানুষ যখন ঘরবন্দি জীবনযাপন করে তখন নগদবাজার পৌঁছে যায় গ্রাহকের ঘরে। আমাদের এখানে কাঁচাবাজার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। আমাদের www.nogodbazar.com ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে গ্রাহকরা পণ্য অর্ডার করতে পারেন। চাঁদপুরসহ সারাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। একহাজার টাকার কেনাকাটায় চাঁদপুর শহরে ফ্রি হোম ডেলিভারি দেয়া হয়। আমাদের লক্ষ্য চাঁদপুরে থেকে সারাদেশে সার্ভিস ছড়িয়ে দেয়া। বর্তমানে আমরা ৯ জনের টিম নিয়ে কাজ করছি। চাঁদপুরের ১০ জন নতুন উদ্যোক্তাকে ডেলিভারি সার্ভিস দিয়ে আমরা সাহায্য করছি। আমাদের পথচলায় চাঁদপুরবাসীর দোয়া একান্ত কাম্য। আমরা বিশ্বস্ত সহযোগী হিসেবে জনগণের সেবা করতে চাই।
আরও পড়ুন- চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল সেন্টারের সেবার ১০ বছর
চাঁদপুর থেকে সারাদেশে গ্রাহকসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে নগদবাজারডটকম। হাজীগঞ্জ, ফরিদগঞ্জসহ ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও নোয়াখালী জেলার মাইজদীতে প্রতিষ্ঠানটির অনলাইন শাখা রয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন নূরুল হক, নির্মাণকারীডটকমের স্বত্বাধিকারী মাকসুদুর রহমান, আলিমিয়াডটকমের স্বত্বাধিকারী ওমর ফারুক, ডিই প্রোডাকশনের সিইও মোঃ মমিন খানসহ নগদবাজারের কর্মী এবং শুভাকাক্সক্ষীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষাণের হাসি এগ্রোর স্বত্বাধিকারী মেজবাহ আহমেদ।
প্রেস বিজ্ঞপ্তি, ১১ ডিসেম্বর ২০২০