প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১৬৯নং নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাদু পিসির পাইলট প্রজেক্টের উদ্ধোধন করা হয়। শনিবার দুপুরে নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষামূলেক ল্যাব উদ্বোধন করেন যাদু পিসির প্রতিষ্ঠাতা মাশরুর হান্নান।
নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাব্বির মজুমদারের সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়র প্রধান শিক্ষক সেলিনা আক্তারের পরিচানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার।উদ্ধোধনী বক্তব্যে রাখেন যাদু পিসির প্রতিষ্ঠাতা মাশরুর হান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রিয়াদুল আলম রিয়াদ, উপাদী উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার গোলন্দাজ মোস্তফা কামাল, সাবেক মেম্বার মোঃ মোয়াজ্জেম হোসেন বাবু মজুমদার, যাদু পিসির ডাইরেক্টর তাহমিদ আবীর, রোবোট্যাক্স ইঞ্জিনিয়ার মহাইম্যান বিশাল, সফ্টওয়্যার ইঞ্চিনিয়ার ফাহিম আবরার সৈকত, এএইচএম মোবাম্মেল, সাপোর্ট ইঞ্চিনিয়ার শশী ঘোষ প্রমুখ।
এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক ওবায়েদুল হক মজুমদার, আলহাজ্ব ফয়েজ মোল্লা, বিদ্যালয়ের সদস্য মোঃ মমিনুল ইসলাম, মোঃ নূরে আলম শেখ, মোঃ আলাউদ্দিন, মোঃ শাহআলম, মুরাদ বকাউল প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষিক-শিক্ষিকা, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যাদু পিসির প্রতিষ্ঠাতা মাশরুল হান্নান বলেন, ২০১৪সালে যাদু পিসি তৈরি শুরু হয়। ২০২৩ সালে যাদু পিসির পরীক্ষামূলক ল্যাব শুরু হয়েছে। এ যাদু পিসি দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রোগ্রামিং ও রোবোটিক্স শিখানো হবে। এ পিসির মূল্য মাত্র ৫হাজার টাকা।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৮ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur