ধূমপায়ী স্বামীর মিলনে বন্ধ্যাত্বের শিকার হতে পারেন স্ত্রী

পুরুষের ধূমপানের কারণে ‘পরোক্ষ ধূমপায়ী’ হিসেবে নারীদের নানাবিধ স্বাস্থ্য জটিলতা দেখা যায়। নতুন এক গবেষণায় দেখা গেছে, নিজে ধূমপায়ী না হলেও সঙ্গী পুরুষটি যদি ধূমপায়ী হন, তাহলে তার কারণে বন্ধ্যাত্বের শিকার হতে পারেন নারী।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কলেজ ফর মেডিক্যাল সায়েন্সে পরোক্ষ ধূমপান এবং বন্ধ্যাত্ব সংক্রান্ত বিষয়ক একটি জার্নালে এই তথ্য প্রকাশ করেছেন গবেষকরা।

গবেষণায় উল্লেখ, স্বাভাবিক নিয়মে মহিলাদের ঋতুচক্রের প্রক্রিয়া ৫০ বছর বয়স পর্যন্ত চলে। পরোক্ষ ধূমপানের কারণে ঋতুচক্রের প্রক্রিয়া এই নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। গবেষকদের দাবী, প্রত্যক্ষ ধূমপানের মত একই ক্ষতি হয় পরোক্ষ ধূমপানেও।

এই গবেষণায় মহিলাদের ধূমপানের বিষয়ে সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। নিউইয়র্ক কলেজ ফর মেডিক্যাল সায়েন্সের ওয়েবসাইটের পাশাপাশি একটি তামাক নিয়ন্ত্রক অনলাইন জার্নালে এই গবেষণা প্রকাশ করা হয়েছে।
নিউজ ডেস্ক : আপডেট ০২:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬, শক্রবার
ডিএইচ

Share