কাপড় কিনতে গিয়ে অনেকসময় রং নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। রঙিন, ঝলমলে কাপড় থেকে কিনে আনার পর এক ধোয়া দিতেই কাপড়ের রঙ বিবর্ণ। আবার অনেক কাপড়ে রঙ ওঠে বলে আলাদা ধুতে হয়, নাহলে অন্য কাপড়ের রঙ নষ্ট করে ফেলে। আবার দেখা যায় অনেক কাপড়ের রঙ সাবান লাগলেই উঠতে শুরু করে। তাহলে কীভাবে বুঝবেন কাপড়ের রঙ পাকা কিনা? জেনে নিন কিছু উপায়।
কাপড়ের রঙ পাকা কিনা বুঝার উপায়-
দোকানে তো আর আপনি কাপড় পানিতে ভিজিয়ে যাচাই করতে পারবেন না। তাই বুঝতে হবে চোখে দেখেই। কাপড়ের রঙ পাকা না হলে রঙটি স্বাভাবিকের চাইতে অনেক বেশী উজ্জ্বল দেখাবে। যেমন ধরুন একটি নীল কাপড়। রঙ পাকা না হলে একই ফেব্রিকের অন্য নীল কাপড়ের চাইতে অনেক বেশি উজ্জ্বল ও ঝলমলে দেখাবে। এই অস্বাভাবিকতা চোখে দেখেই ধরা যায়।
কাপড়ের রঙ উঠবে কি উঠবে না সেটা বোঝার আছে আরও একটি উপায়। কাপড়ের এক কোণা একটু ভিজিয়ে নিন সাবান পানি দিয়ে। তারপর কয়েক মিনিট রেখে হাত দিয়ে কচলে দেখুন। যদি রঙ ওঠে তাহলে বুঝবেন ঠকেছেন।
কাপড়ের খানিকটা অংশ ভিজিয়ে নিন, তারপর ওপরে একটি সুতি কাপড় রেখে ইস্ত্রি করুন। সুতি কাপড়টি যদি সাদাই থাকে, তাহলে আপনার কাপড়ের রঙ পাকা। নাহলে আপনি ঠকেছেন।
টিপস-
১) কাপড়ের রঙ পাকা না হওয়ার অর্থ এই কাপড়টি টেকসই না। কিছুদিন পর এটি ফেড হয়ে যাবে এবং আপনি অহেতুকই দাম দিয়ে কিনেছেন। এক্ষেত্রে দোকানীর কাছে ফেরত নিয়ে যাওয়াই ভালো। যেহেতু সম্পূর্ণ কাপড়টি ধোয়া হয়নি, তাই ফেরত দিতে অসুবিধা হবে না। আর প্রমাণও আপনার কাছেই আছে।
২) খারাপ ফেব্রিকে রঙ ভালো করে বসে না, খারাপ রঙও এর জন্য দায়ী। বিষয় যাই হোক না কেন, পোশাকটি পড়ার কথা ভাববেন না। কাপড় থেকে যে রঙ উঠে উঠে আসে, সেটা হতে পারে আপনার ত্বকের ক্যান্সারের কারণও!
বার্তা কক্ষ
: আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ এএম, ২১ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur