আন্তর্জাতিক

ধারনার চেয়ে বেশি সময় করোনার উপসর্গ থাকে শরীরে

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, কোভিড-১৯ এর উপসর্গ ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাল সিন্ড্রোমের উপসর্গের চাইতে বেশি স্থায়ী হয় রোগীর শরীরে।

করোনা থেকে সুস্থ হলেও ২৫ থেকে ৩৫ ভাগ কোভিড-১৯ রোগীর শরীরে ক্লান্তি, শ্বাসকষ্ট, পেশী ব্যথা, ঘুমের ব্যাঘাত এবং মনোযোগ কিংবা স্মৃতি শক্তিতে সমস্যা দেখা দিতে পারে।

শনিবার আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে ফাউসি আরও বলেন, আমরা নিশ্চিতভাবে জানি, কোভিড-১৯ সিন্ড্রোম আছে; দীর্ঘস্থায়ী কোভিড, ক্রনিক কোভিড ইত্যাদি।

এ উপসর্গগুলো কত সময় স্থায়ী হয় হয় তা এখনো অস্পষ্ট। ফাউসি বলেছেন, সংক্রমিত হওয়ার কয়েকমাস এসব উপসর্গ সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে থাকতে পারে।

বার্তাকক্ষ,০৮ নভেম্বর,২০২০;

Share