Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ধান ক্রয়ের কার্যক্রম শুরু
ধান

হাজীগঞ্জে ধান ক্রয়ের কার্যক্রম শুরু

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষকের কাছ থেকে মণ প্রতি ১০৮০ টাকা ধরে ধান কেনা শুরু করেছে সরকার।

১১ মে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার কার্যক্রম উদ্বোধন করেন।

সকালে হাজীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন কালে সাথে সাথে কৃষকদের টাকার রিসিট সাথে সাথে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রথম দিনেই এক কৃষকের কাছ থেকে মণ ধান ক্রয় করে প্রশাসন।

ওই সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান ও খাদ্য গুদাম কর্মকর্তা সালেহ জাহিদসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

ধান বিক্রেতা জনৈক কৃষক প্রথম দিনে ১০৮০ টাকা ধরে ৭৫ মণ ধান বিক্রি করেছে।

এদিক হাজীগঞ্জ উপজেলায় ধান ক্রয়ের দাম নির্ধারণ করা হয় ২৭ টাকা কেজি আর মণ ১০৮০ টাকা।

এ বিষয়ে খাদ্য গুদামের কর্মকর্তা মোহাম্মদ সালেহ জাহিদ বলেন, গতবারের চেয়ে এবার কম ধান কেনা হবে। এই ধান বিক্রয় করতে পারবে শুধু কার্ডধারী কৃষকেরা। তবে বাহিরের মেইলে দাম বেশী হওয়ায় কৃষকরা বেপারীদের কাছে ধান বিক্রয় করে আসছে। এতে যে পরিমান টার্গেট তা এবারও পূরন হবার সম্ভাবনা দেখছি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, কৃষকের ধান যেন প্রকৃত কৃষকরাই সরাসরি বিক্রি করতে পারে আমরা সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে।

প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়