ফরিদগঞ্জে লটারীতে কৃষকদের থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু

প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে অ্যাপস এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে লটারি করে চাঁদপুরের ফরিদগঞ্জে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

৪ মে মঙ্গলবার সকালে ইউএনও শিউলী হরি এই কার্যক্রমের অ্যাপসের মাধ্যমে লটারি কার্যক্রম সম্পন্ন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতি:) খোরশেদ আলম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, উপজেলা কৃষকলীগের সভাপতি আ: ছাত্তার পাটওয়ারী।

জানা গেছে, ১৩১৩ মেট্রিক টন ধান বিক্রয়ের জন্য অ্যাপসের মাধ্যমে উপজেলার পৌরসভা ও ১৫টি ইউনিয়ন থেকে মোট ১৬২১জন কৃষক নিবন্ধন করেন। ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম পর্যায়ে ৫২৬জন কৃষক নিবার্চিত হন। এসব কৃষক আগামী ৩১ মে এর মধ্যে ১০৮০ টাকা মন প্রতি দরে তাদের ধান বিক্রয় করতে পারবেন সরকারের কাছে।

প্রতিবেদকঃশিমুল হাছান

Share