চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের কৃষক আলম প্রধানের ৪৫ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে তার বাড়িতে পৌছে দিলেন উপজেলা ছাত্রলীগ। ১ মে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখনের নেতৃত্বে ১৫ জন ছাত্রলীগের নেতা- কর্মীওই কৃষকের জমির ধান কেটে দেয়।
কৃষকের ধান কাটা ও বাড়িতে পৌঁছে দেয়ার স্বেচ্ছাশ্রমে অংশ নেয় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক।খালেকুজ্জামান ছাব্বির, উপজেলা ছাত্রলীগ সদস্য দেওয়ান কাউছার, নুরমোহাম্মvদ তামিম,মতলব পৌর ছাত্রলীগ নেতা,পাবেল আহমেদ, মতলব ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, নারায়ণপুর ডিগ্রি কলেজ শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি সৌরভ,মতলব পৌর ছাত্রলীগ নেতা,ইকরাম হোসেন প্রমুখ।
কৃষক আলম প্রধান বলেন,জমিনের ধান কেটে বাড়ী পৌঁছে দেয়ায় আমার অনেক বড় উপকার হয়েছে। ১০/১২ দিন যাবৎ জমিনের ধান পাক ধরেছে।ধান কাটার শ্রমিক পাওয়া না পাওয়া নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম।ওনাদের জন্য বদলির টাকা বাঁচলো ও কষ্টের সোনার ধানগুলো ঘরে তুলতে পারলাম।
উদ্যোক্তা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সাংসদ সদস্য নুরুল আমিন রুহুলের পরামর্শে জেলা ছাত্রলীগের অনুপ্রেরণায় আমরা ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি, আবহাওয়ার উপর ভিত্তি করে সুবিধামতো সময়ে ধান মাড়াই করে দিব।”এ কাজের মাধ্যমে কিছুটা হলেও সহযোগিতা নিয়ে কৃষকের পাশে দাঁড়ালাম।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ১ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur