‘মানুষ মানুষের জন্য’ এ শ্লোগানে ফরিদগঞ্জে অসহায় এক কৃষকের ১৫ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতা আরিফুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা।
শনিবার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে কৃষক সুলতান খাঁনের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন তারা।
জানা যায়, প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ ও কালবৈশাখীর কারণে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জের কৃষকরাও মাঠের পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন। অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার ঘটনাটি সর্বমহলে বেশ প্রশংসিত হয়।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের পরামর্শে সুলতান খাঁনের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে নিজের কোন ধরনের প্রচারের জন্য নয়, দেশরতœ শেখ হাসিনা নির্দেশে কৃষকের পাশে দাঁড়িয়েছি।
কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কাজে সহযোগীতায় ছিলেন ছাত্রলীগ নেতা মো. নূর উদ্দিন, মো. জাহিদ, টিপু, আবেদ সহ আরো অনেকে।
প্রতিবেদক : শিমুল হাছান, ২৫ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur