মনোনয়ন সংগ্রহ করেছেন ধানের শীষ প্রার্থী ড. জালাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসন (মতলব উত্তর-দক্ষিণ) থেকে বিএনপির মনোনীত প্রার্থী ড.জালাল উদ্দিনের মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের নিকট থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন ড.জালাল উদ্দিনের সহধর্মিণী ইন্জিনিয়ার শারমিন সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, পৌর বিএনপির সহ সভাপতি ডা. শোয়েব আহমেদ,সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, শ্রমিকদল নেতা কবির দেওয়ান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী, পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির প্রমুখ।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে এইভাবে স্ব-শরীরে উপস্থিত থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারে নাই বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থা কুক্ষিগত করে রেখেছিল। দেশে আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, ভালো লাগছে এভাবে দলীয় নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে দলীয় মনোনয়ন পত্র উঠাতে পেরে।

ড. জালাল উদ্দিনের সহধর্মিণী ইন্জিনিয়ার শারমিন সুলতানা জানান, আগামী দুই তিন দিনের মধ্যে যাবতীয় তথ্যাদি ও প্রয়োজনীয় কাগজপত্র সহ মনোনয়ন ফরম জমা দেবেন আমাদের বিএনপির মনোনীত প্রার্থী।

এসময় এ সময় মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২২ ডিসেম্বর ২০২৫