চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মোঃ হারুনুর রশিদ।
তিনি বলেন, “আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। যারা শহীদ জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শে বিশ্বাস করেন, তারা কখনো দলের সঙ্গে অভিমান করে আলাদা থাকতে পারেন না।”
তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে বাহক হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছে। আমি এখানে ব্যক্তি হিসেবে নই, ধানের শীষ প্রতীকের একজন বাহক মাত্র। আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন। এই প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই দেশের মানুষের ওপর চলমান জুলুম-নির্যাতন ও সব অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ উপজেলায় উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিনের অনুসারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লায়ন হারুনুর রশিদ বলেন, “এ আসন থেকে অনেকেই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই আসন আবারও ধানের শীষকে উপহার দেবেন।”
মতবিনিময় সভায় উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন বলেন, “আমরা এ দলের জন্য মামলা-হামলা, জেল-জুলুম সহ্য করেছি। আজ আর কোনো মান-অভিমান নয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবো, ইনশাআল্লাহ।”
সভায় আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মোঃ আমির হোসেন, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও চরদুঃখীয়া পূর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম টেলু, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, সাবেক উপজেলা যুবদল নেতা নকিব আহমেদ, জহিরুল ইসলাম, কামরুল রাড়ি, মহিলা দলের নেত্রী শারমিন করিম এবং ছাত্রদল নেতা তানজিল হোসেন গাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রতিবেদক: শিমুল হাছান,
৫ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur