Home / চাঁদপুর / ‘ধানের শীষে ভোট দিলে আপনাদের এলাকায় উন্নয়ন করা সম্ভব হবে’

‘ধানের শীষে ভোট দিলে আপনাদের এলাকায় উন্নয়ন করা সম্ভব হবে’

চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহীমপুর ইউনিয়নে উঠান বৈঠক ও গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এ কর্মসূচিতে গ্রাম থেকে গ্রাম, বাড়ি থেকে বাড়ি—সবখানেই ছিল মানুষের ঢল, উৎসাহ আর উচ্ছ্বাসের দৃশ্য।

দিনের শুরুতে সকাল ৯টায় ইউনিয়নে ৪নং ওয়ার্ডের চরমুকুন্দী এলাকা থেকে গণসংযোগের মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর সকাল সোয়া ৯টায় ইউনিয়নে ৪নং ওয়ার্ডের চরমুকুন্দী কমিনিউটি ক্লিনিক মাঠে বাজারে উঠান বৈঠক, সকাল পৌনে ১১টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ঈদগাঁ বাজার উঠান বৈঠক, বেলা ১২টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর চরফতেজংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক, দুপুর পৌনে ১টায় ইউনিয়নের টেকের বাজারে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উঠান বৈঠক, বিকেল সোয়া ৩টায় ইউনিয়ের ৩নং ওয়ার্ডের ৯২নং মধ্য সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক, বিকেল সাড়ে ৪টায় ইউনিয়নে ২নং ওয়ার্ডেরপূর্ব সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক। এসময় ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক পুরো ইউনিয়ন গণসংযোগ করেন। 

একাধিক উঠান বৈঠকে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা ধানের শীষে ভোট দিতে পারেন তাহলে এ এলাকার উন্নয়ন করা সম্ভব হবে। আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে আপনাদের উন্নয়নে কাজ করতে পারি আল্লাহর কাছে তাই চাই। আপনাদের পরিবারের কেউ যেন ভোট থেকে বিরত না থাকে। সবাই সকাল সকাল ভোট দিয়ে ফেলবেন। আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এ ইউনিয়নের উন্নতি হবে। একজন সাধারণ মানুষ বাঁচার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। 

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। এ দলের নেতা-কর্মীরা জনগণের পাশে ছিলো এবং আগামীকেও থাকবে। গত ১৭ বছর আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। 

গণসংযোগকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ রাশেদা বেগম হীরা, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী শাহীন আক্তার শানু, সাধারণ সম্পাদক নাছরিন রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, ইব্রাহীমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি চাঁন মিয়া চকিদার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাটওয়ারীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।

দিনব্যাপী চালানো উঠান বৈঠক ও গণসংযোগে প্রতিটি ঘর, প্রতিটি মুখে ছিল প্রত্যাশার আলো।

স্টাফ করেসপন্ডেট
২৩ জানুয়ারি ২০২৬

About Chandpur Times

This is user group of Chandpur Times Content Editor. this profile use Content Editor Team. Chandpur Times newspaper is the largest and most popular Bengali local news portal of Bangladesh.Always published real story of society and environment.